লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২০ ৫:২৯ অপরাহ্ণ

মুজিব বর্ষের আহব্বান, যুব কর্মসংস্থান’ এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালেক্টর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনে যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রিয়াজুল কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. আইয়ুব মিয়া, আনিছুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ। পরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারি, বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন