লক্ষ্মীপুরে পুলিশের কুইক রেসপন্স টিমের মহড়া

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২০ ১০:২০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও জনগণকে সেবা দিতে পুলিশ প্রশাসন ১৫ সদস্য বিশিষ্ট ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামানের নির্দেশনায় এই টিম গঠন করা হয়।

টিম গঠনের পরপরই পারসোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) পরিহিত সদস্যরা জনসচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন স্থানে মহড়া দেয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিন এ মহড়ার নেতৃত্ব দেন।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কুইক রেসপন্স টিম নিয়মিত কাজ করবে। আক্রান্ত রোগীদের দ্রুত সেবা প্রদান করা হবে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের ব্যবহৃত আসবাবপত্র ও যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হবে। জনসচেতনতা বৃদ্ধিতেও এই টিম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন