লক্ষ্মীপুরে পদবী পরিবর্তন চেয়ে কর্মচারীদের কর্মবিরতি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২ মার্চ, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে সরকারি কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। বুধবার (২ মার্চ) পূর্ণ দিবস জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি মাছুম কবির, সাধারণ সম্পাদক পরীক্ষিত চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য মোহাম্মদ নুরে আলম, অশোক কুমার চৌধুরী, আল-ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নানান উন্নয়নমুখী কর্মকান্ডসহ মানুষের জন্য আমরা কাজ করছি। দীর্ঘদিন আমাদের পদ-পদবী পরির্বতন ও বেতন গ্রেড উন্নীত করা হচ্ছে না৷ পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরন আমাদের প্রাপ্য৷ এ দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। চলতি মাসে ৭ মার্চ, ১৭ মার্চ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ছাড়া পুরো মাস এ আন্দোলন চলবে। তবে দাবী না মানলে জাতীয়ভাবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানায় তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন