লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর ১০ বছরের শিশু রাশেদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ইউনিটের একটি ডুবরী দল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিরচর গ্রামের রহমতখালি খালে ৩ সহপাঠি গোসল করতে গেলে নিখোঁজ হয় শিশু রাশেদ। নিহত শিশুটি স্থানীয় কালিরচর গ্রামের বাসিন্দা জহিরেরর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বেলা ১১টায় শিশু রাশেদ তার সহাপাঠি আসিফ ও আলাউদ্দিনকে সাথে নিয়ে বাড়ির পাশের রহমতখালী খালে গোসল করতে যায়। এসময় পাড় থেকে খালে লাফ দিতে থাকে তারা। পরে দুই বন্ধু উঠলেও রাশেদ আর উঠতে পারেনি। বহু খোঁজাখুজি করে তাকে না পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেয় স্বজনরা।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম এসে শিশুটিকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা অফিসার সিদ্দিকুর রহমান জানান, চাঁদপুর থেকে এসে ৪০ মিনিট সময়ের মধ্যে ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন