লক্ষ্মীপুরে ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে পুলিশি সভা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২০ ১:৫৪ অপরাহ্ণ

“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পরিষদ হলরুমে লক্ষ্মীপুর মডেল (সদর) থানার উদ্যোগে এ আয়োজন করা হয়।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটোয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, ইউপি সদস্য আলমগীর হোসেন, মহব্বত ও গ্রাম-পুলিশ কামাল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন জনগণ।
বক্তরা বলেন, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে হলে গণসচেতনতার সৃষ্টি করতে হবে। এছাড়াও নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে নারীদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে সমাজ থেকে ধর্ষণ ও নির্যাতন বন্ধ করা সম্ভব। সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও সুরক্ষা নিশ্চিত করতে পেশাদারিত্বের বাংলাদেশ পুলিশ মাঠে কাজ করছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন