লক্ষ্মীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ৪:২১ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ কাজটি বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল উদ্বোধন করেন।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মিনহাজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারেফ হোসেন, ঠিকাদারের সমন্বয়ক তারেক আজিজ ও কাউছার কাজী প্রমুখ।


জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান ইউপি মং এর পক্ষে মেসার্স দি লক্ষ্মী বিল্ডার্স ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজটি পরিচালনা করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে তিনতলা বিশিষ্ট এ ভবন নির্মাণ কাজটি বাস্তবায়িত হবে।


লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, অত্যাধুনিক এ ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রকল্পটিতে ত্রাণ কার্যালয়, গুদাম, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও রেস্ট হাউস হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন