লক্ষ্মীপুরে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৭

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে দুইটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

আহতরা হলেন, সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)। তাদের মধ্যে টিপু ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্বদিক থেকে লক্ষ্মীপুর মুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে- মুচড়ে যায়। সিএনজিতে থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন