লক্ষ্মীপুরে জুয়েলারি এ্যাসোসিয়েশনের নির্বাচন 

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম বারের মত বাংলাদেশ জুয়েলারি এ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল ১০ টায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ভোট গ্রহণ শুরু হয়। এক টানা বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।
জানা গেছে, বাজুসের ১৫০ জন সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১৯ জনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করবেন। এসব পদে প্রতিদ্ধন্ধিতা করছেন ৩৯ জন প্রার্থী।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্য নির্বাহি সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও জেলা সাধারণ সম্পাদক প্রনব সাহা।
উপস্থিত কেন্দ্রীয় নেতারা জানান, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে। তারই ধারাবাহিকতাই আজকে ভোটগ্রহণকে ঘিরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে বাজুসের সভাপতির কারণেই মেম্বাররা তাদের নেতা নির্বাচিত করছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্যলোক নির্বাচিত হবেন এটিই আমাদের সভাপতি চাওয়া বলে জানান তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন