লক্ষ্মীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৫ মে, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় জিপিএ-৫ প্রাপ্ত জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫০জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া দেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন ও ন্যাশনাল আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। 

বক্তারা বলেন, ছাত্রজীবনের পরবর্তী ধাপেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে, সফলতায় হল সুস্থাবস্থায় জীবিত থাকা। 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন