লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ ৩ বন্ধু গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে চোরাই অটোরিকশাসহ তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. রবিন, করিম হোসেন ও রুবেল হোসেন।

রোববার (১৭ জুলাই) রাতে লক্ষ্মীপুর শহরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, গ্রেপ্তাররা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সদস্য। চুরির পর অটোরিকশার রং ও বিভিন্ন সরঞ্জাম বদলে তারা বিক্রি করে দেন।

গ্রেপ্তার রবিন সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে। করিম ও রুবেল তার ঘনিষ্ঠ বন্ধু। তারা কমলনগর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ৫ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি হয়। তখন থেকেই পুলিশ ঘটনাটি তদন্ত করে আসছিল।

বিভিন্ন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকার এক ব্যক্তির কাছ থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির তথ্য অনুযায়ী রবিনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে রবিনের তথ্য অনুযায়ী তার দুই বন্ধু করিম ও রুবেলকেও গ্রেপ্তার করা হয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। তারা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সদস্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন