লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান কেটে দিলেন আ.লীগ নেতা নয়ন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের এই ক্রান্তিলগ্নে শ্রমিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।

সোমবার (২৭ এপ্রিল) সদর উপজেলার মান্দারীতে ধান কাটায় কাঁচি হাতে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, যুবলীগ নেতা মোহাম্মদ আদনান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কেটে মাড়াই শেষে কৃষকের ঘরে তুলে দেন তারা। অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার এই কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই কার্যক্রম বাস্তবায়নে পৃথক পৃথক কমিটি করে কাজ করে যাচ্ছে তারা। নিজ নিজ অবস্থান থেকে অসহায় কৃষকের পাশে থাকার জন্য সবাইকে আহবান জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন