লক্ষ্মীপুরে করোনা সন্দেহে ২৫ ব্যক্তির নমুনা সংগ্রহ হয়েছে : প্রধানমন্ত্রীকে ডিসি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২০ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানিয়েছেন, এ জেলায় এখনো পর্যন্ত ২৫ জন ব্যক্তির করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষার জন্য নমুনাগুলো পাঠানো হয়। ইতিমধ্যে ১২ টির নমুনা পাওয়া গেছে। সবগুলোই নেগেটিভ। এখানে এখন পর্যন্ত কোন করোনা রোগী সনাক্ত হয়নি। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর সাথে ভিডিও কনফারেন্সের শেষ মুহুর্তে প্রধানমন্ত্রীকে ডিসি এসব কথা জানিয়েছেন।

ডিসি আরো বলেন, লক্ষ্মীপুরে হাসপাতালগুলোতে আইসোলেশনের ওয়ার্ডের মাধ্যমে ১০০ টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সরকারের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারা শ্রমজীবিদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন