লক্ষ্মীপুরে করোনায় বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আহমদ উল্যা নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যু। হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। এরমধ্যে ২০ জন মৃত ব্যক্তির নমুনা থেকে করোনা পজিটিভ এসেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ উল্যা মারা যান। এরআগে সকালে তিনি হাসপাতালে ভর্তি হন। মৃত আহমদ উল্যা সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা।
এদিকে সোমবার (১৩ জুলাই) করোনা আক্রান্ত হয়ে রামগঞ্জ উপজেলার কাজিরখিল গ্রামে গোলাম কবির নামে ৮০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলা সদর , রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় রাজনীতিবিদ, চিকিৎসক ও সাংবাদিকসহ এ পর্যন্ত ১০৯৭ জনের করোনা পজিটিভ এসেছে। এরমধ্যে ৭১৬ জন সুস্থ্য হয়েছেন। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এছাড়া ২০ জন মৃত ব্যক্তির নমুনা থেকে করোনা পজিটিভ এসেছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন