জুমার নামাজে সালাম ফিরেই মেঝেতে লুটিয়ে পড়লেন মুসল্লি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ জুন, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মৃত্যুরকোলে ঢলে পড়লেন মো. আবির (৫০) নামের এক ব্যক্তি। তিনি গাজীপুর শহরের জয়দেবপুর বাজার মসজিদ রোডের রেমন্ড টেইলার্সের একজন কর্মচারী ছিলেন।

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘জুমার নামাজ শুরু হওয়ার আগে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর সালাম ফিরে পাশের এক মুসল্লিকে বলতে থাকেন, আমার খুব খারাপ লাগছে। এ কথা বলেই মো. আবির ঢলে পড়েন এবং মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেন।’

রাজ্জাক আরও বলেন, ‘পরে তার স্বজনদের খবর দেওয়া হয় এবং বিষয়টি সদর থানার পুলিশকেও অবহিত করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার কারুয়া গ্রামের বাসিন্দা ছিলেন।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন