লক্ষ্মীপুরে এলজিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশীয় তৈরি এলজিসহ অস্ত্র ও ডাকাতিসহ ৪ মামলার আসামি হাফিজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে রোববার (৩ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার হাফিজ উপজেলার ভাদুড় ইউনিয়নের উত্তরগ্রাম কেথুড়ী এলাকার সিরাজ মোল্লার ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ শিশু পার্কের প্রধান ফটকের সামনে থেকে শনিবার (২ এপ্রিল) রাতে হাফিজকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা আদালতে বিচারাধীন।

লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, হাফিজ চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন