লক্ষ্মীপুরে আমন ধানের চাল সংগ্রহ শুরু

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০১৮ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এবার লক্ষ্মীপুরে মিল মালিকদের কাছ থেকে ৪ হাজার ২শ’ মেট্রিক টন আমন ধানের চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এ চাল সংগ্রহ শুরু হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার মিল মালিকদের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধানের চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের জন্য ৩৬ টাকা করে দেওয়া হবে। জেলা পাঁচটি উপজেলা থেকে এবার ৪ হাজার ২শ মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সাহেদ উদ্দিন আহমদ ও সদর উপজেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামিম পাঠান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন