লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগীদের। শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চাঁদখালী বাজারের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বসতঘরের বৈদ্যুতিক লাইনে সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ইব্রাহীম ও শাহজাহান জানান, এ আগুনে আমাদের পুরো ঘর পুড়ে গেছে। কোন কিছুই রক্ষা করা যায়নি। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন