লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র আবু তাহেরের জানাজায় ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম এ তাহেরের দাফন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

রবিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি অংশ নিয়েছেন। জানাজা পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন। জানাজা শেষে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার কবরস্থানে মরহুম তাহেরের মরদেহ দাফন করা হয়েছে।

তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটওয়ারী জানাজায় অংশ নিয়েছেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন নেতারা।

পরিবারের পক্ষ থেকে তাহেরের বড় ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লব ও ছোট ছেলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু বক্তব্য দেন। বাবার জন্য তারা মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পরিবার সূত্র জানায়, তাহের লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র ছিলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের নিজ বাসভবন পিংকি প্লাজায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে প্রবীণ আওয়ামী লীগ নেতা তাহেরের মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ তিন দিন লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। সব নেতা-কর্মীকে কালো ব্যাজ ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন