লক্ষ্মীপুরসহ উচ্চঝুঁকিপূর্ণ ১৫ জেলা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ

দুই সপ্তাহ আগেও যেখানে দেশের ৪০ জেলা করোনা সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে ছিল, এখন দেশের সব অর্থাৎ ৬৪ জেলা সংক্রমণের অতি উচ্চঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ৫৭ জেলা সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এসব জেলায় সংক্রমণের হার সর্বোচ্চ ৫৮ শতাংশ থেকে সর্বনিম্ন ২১ শতাংশের মধ্যে। বাকি সাত জেলাও অতি উচ্চ সংক্রমণের মধ্যে আছে। এসব জেলায় সংক্রমণ হার ২০ শতাংশ থেকে সর্বনিম্ন ১৩ শতাংশের মধ্যে।

 

বিপজ্জনক ও অতি উচ্চ সংক্রমিত এসব জেলায় এখন শহর বা পৌরসভার তুলনায় গ্রামে সংক্রমণ ৫০ শতাংশের বেশি বেড়েছে। মৃত্যু বেড়েছে শনাক্তের চেয়েও বেশি। বিভিন্ন জেলার সিভিল সার্জনরা জানিয়েছেন, আগে পুরো জেলার মোট রোগীর ৮০ শতাংশই ছিল পৌরসভার। বাকি ২০ শতাংশ অন্য উপজেলা বা অন্যান্য জায়গার। এখন পৌরসভা, প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি উপজেলায় সমান হারে রোগী পাওয়া যাচ্ছে। মৃত্যুহারও সমান।

এমন পরিস্থিতিকে উদ্বেগের বিষয় বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এসব প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে অগ্রাহ্য করা এবং স্বাস্থ্যবিধি না মানা ও টিকার প্রতি আগ্রহী না হওয়ার কারণে গ্রামে সংক্রমণ বেড়ে গেছে।

এ ব্যাপারে গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম দেশ রূপান্তরকে বলেন, এখন সারা দেশে হাসপাতালগুলোয় যত করোনার রোগী, তার ৫০ শতাংশের বেশি গ্রাম থেকে আসা। তারা এমন সময়ে আসছেন, যখন পরিস্থিতি খুব জটিল এবং চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না। গ্রামের মানুষের কারণে মৃত্যু বাড়ছে। জেলা ও উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা নেওয়া গ্রামের মানুষের কারণে রোগী ও মৃত্যু বাড়ছে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক বিস্তার ঘটায় কভিড ছড়িয়ে পড়েছে গ্রামপর্যায়ে। এখন যে সংক্রমণ হচ্ছে তা কমিউনিটিতে ছড়িয়ে গেছে। সংক্রমণ গ্রামের লোকজনের মধ্যে বেশি হচ্ছে। আমাদের কাছে যে হিসাব, তাতে দেখা গেছে ৫০ শতাংশের বেশি রোগী গ্রাম থেকে আসছে। বর্ষা মৌসুম চলায় করোনাভাইরাস আক্রান্ত হলেও মানুষ একে জ্বর, সর্দি-কাশি ভাবছেন। সে কারণে হাসপাতালে আসছেন কম। সময়মতো চিকিৎসার অভাবে মৃত্যু বেশি হচ্ছে।

এ ব্যাপারে আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘এটা উদ্বেগের বিষয়। মোট সংক্রমণের এখন অর্ধেকই গ্রামে। এমনকি রোগীর চেয়ে গ্রামে মৃত্যু অনেক বেশি। কারণ শহরের  মতো চিকিৎসাব্যবস্থা সেখানে নেই। অনেকে টেস্ট করাচ্ছে না করোনা ধরা পড়বে এ ভয়ে। একেবারে শেষ মুহূর্তে হাসপাতালে যাচ্ছে বা যাচ্ছেও না। মারা যাচ্ছে।’

৫৭ জেলা বিপজ্জনক অবস্থায় : ডা. মুশতাক হোসেন বলেন, ‘দেশে যখন জোনিং পদ্ধতি চালু করার চিন্তাভাবনা চলছিল, শনাক্ত হার ১০ শতাংশের বেশি হলে বা প্রতি লাখ জনসংখ্যায় যদি গত ১৪ দিনে ১০ জন রোগী পাওয়া যায় ও একই সময় ঢাকার জন্য ৩০ জন রোগী বিবেচনায় নিয়ে সেটাকে রেড জোন বলা হতো। হলুদ জোন ৩-৯ শতাংশ হলে। এর কম হলে সেটা সবুজ জোন বা সংক্রমণমুক্ত বলা যাবে।’

অন্যদিকে বাংলাদেশের যেসব জেলায় শনাক্তের হার ১০ শতাংশ বা তার বেশি সেগুলোকে সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে আছে বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে হলে উচ্চঝুঁকি এবং ৫ শতাংশের কম হলে কম ঝুঁকিতে আছে বলে চিহ্নিত করা হয়েছে।

আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বর্তমানে দেশের সব অর্থাৎ ৬৪ জেলা সংক্রমণের ‘রেড জোন’ বা ‘অতি উচ্চঝুঁকিতে’ রয়েছে। কারণ গত ২৪ ঘণ্টায় সারা দেশে সব জেলার মধ্যে সর্বোচ্চ ৫৮ শতাংশ ও সর্বনিম্ন ১৩ শতাংশ সংক্রমণ পাওয়া গেছে।

এসব জেলার মধ্যে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি ৫৭ জেলার। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ টাঙ্গাইল ও ঝালকাঠিতে ৫৮ শতাংশ করে। এরপর ৫৭ শতাংশ সংক্রমণ মাগুরা, বরিশাল ও লালমনিরহাটে। ৫৫ শতাংশ সংক্রমণ ফেনীতে, ৫১ শতাংশ পটুয়াখালীতে, ৫০ শতাংশ গোপালগঞ্জ ও পঞ্চগড়ে, ৪৯ শতাংশ মুন্সীগঞ্জ ও পিরোজপুরে। ৪৬ শতাংশ সংক্রমণ ফরিদপুরে, ৪৫ শতাংশ সংক্রমণ রাজবাড়ী, বরগুনা ও মৌলভীবাজারে, ৪৪ শতাংশ রংপুর ও খুলনায়, ৪২ শতাংশ বান্দরবান ও ৪০ শতাংশ গাজীপুর ও নারায়ণগঞ্জে। ৩৯-৩০ শতাংশের মধ্যে সংক্রমণ রয়েছে ২৭ জেলায়। ২৯-২০ শতাংশের মধ্যে সংক্রমণ রয়েছে ১২ জেলায়। এগুলো হলো কিশোরগঞ্জ, বগুড়া, ঢাকা, নীলফামারী, সাতক্ষীরা, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, রাজশাহী ও জামালপুর।

অতি উচ্চঝুঁকিতে ৬ জেলা : এসব জেলায় সংক্রমণের হার ১৮ শতাংশ থেকে ১৩ শতাংশের মধ্যে। এর মধ্যে ১৯ শতাংশ সংক্রমণ মানিকগঞ্জে, কক্সবাজারে শনাক্ত হার ১৮ শতাংশ, নেত্রকোনায় ১৫ শতাংশ, জয়পুরহাটে ১৪ শতাংশ এবং নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জে ১৩ শতাংশ।

১৫ দিন আগে ছিল ৪০ জেলা : বাংলাদেশের ৪০টি জেলা করোনাভাইরাস সংক্রমণের অতি উচ্চঝুঁকিতে আছে বলে ১৫ দিন আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১৪ থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিশ্লেষণ করে সংস্থাটি এ তথ্য জানায়। ডব্লিউএইচওর প্রতিবেদনে অতি উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, চাঁদপুর, ফেনী, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি।

অন্যদিকে উচ্চঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে ঢাকা, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুমিল্লা, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি।

গ্রামে রোগী-মৃত্যু বাড়ছে : কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘জেলায় সংক্রমণ ভীষণভাবে বেড়েছে। আজ (গত ২৪ ঘণ্টায়) কিছুটা কমেছে। এখানে পরীক্ষা বেশি, রোগী ও মৃত্যুও বেশি। মাসখানেক আগে কুষ্টিয়া জেলার মোট রোগীর ৮০ শতাংশই ছিল কুষ্টিয়া শহর অর্থাৎ পৌরসভার। বাকি ২০ শতাংশ অন্য উপজেলা বা অন্যান্য গ্রামের। এখন পৌরসভা, প্রতিটি ইউনিয়ন ও উপজেলার রোগী আছে। এখন ছড়িয়ে-ছিটিয়ে গোটা জেলায় রোগী হচ্ছে। এখন নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নেই। প্রতিটি গ্রামে রোগী। এখন রোগীর অনুপাত সব জায়গায় একই।’

 

গ্রামে রোগী বাড়ল কেন জানতে চাইলে তিনি বলেন, ‘বর্ডার ও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে। এটা দ্রুত ছড়ায়। আগে গ্রামে ছিল না। তখন হয়নি, মারাও যায়নি। এমন অবস্থা হয়েছে গ্রামের মানুষের অসচেতনতার কারণে। তারা স্বাস্থ্যবিধি মানে না। মনে করত হবে না। এখন তো হয়ে গেছে।’

 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘আগের তুলনায় এখন গ্রামের সংক্রমণ বেশি। আগে গ্রামে সংক্রমণ ১০ শতাংশের নিচে ছিল। এখন সেটা বেড়ে ৩০ শতাংশ হয়েছে। কারণ গ্রামের মানুষ স্বাস্থ্যসচেতনতা খুব অবহেলা করেছে। টিকা নেওয়ার ক্ষেত্রেও প্রথম দিকে গ্রামের মানুষের থেকে আশানুরূপ সাড়া পাইনি। এ কারণে সংক্রমণ বেশি। অসুস্থ হলেও তারা ঘর থেকে বের হয় না। চিকিৎসা সেবা নেয় না। যখন অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন হাসপাতালমুখী হচ্ছে। এ কারণে গ্রামের মানুষের মধ্যে সংক্রমণ ও মৃত্যুহারও আগের তুলনায় বেশি।’

 

তিনি বলেন, ‘হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। যদিও এখনো ৯০ শতাংশ মানুষের হাসপাতালে আসতে হয় না। ১০ শতাংশের চিকিৎসা লাগে। কিন্তু রোগী বেড়ে যাওয়ায় সে চাপও সামাল দিতে কষ্ট হচ্ছে। এর মধ্যে যেসব রোগী হাসপাতালে আসছে, তারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আসছে। ফলে মৃত্যু বেড়ে যাচ্ছে।’

 

অবহেলা ও অসচেতনতা মূল কারণ : ডা. মুশতাক হোসেন বলেন, ‘গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়ছে এটা নিঃসন্দেহে। কারণ গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। ভারতের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের গ্রাম থেকে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামে চলাচলের কারণে সংক্রমণ হয়েছে। সংক্রমণ ঠেকাতে ঈদের পর যে জেলায় যাতায়াত বন্ধ করা হলো, কিন্তু পাশের গ্রামে বন্ধ করা হলো না। তখন অযান্ত্রিক যানবাহন বা হেঁটে চলাফেরার কারণে পাশের গ্রামে সংক্রমণ চলে গেছে। ওই গ্রামে আবার লকডাউন করা হলো, কিন্তু তার পাশের গ্রামে করা হলো না। সেখানে আবার ছড়িয়ে পড়ল। এভাবে গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে। কারণ করোনার ডেল্টা ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি ভারতে গ্রামের মানুষ ও শহরের শ্রমিক প্রচুরসংখ্যক মারা গেছে। ভারতের এই শ্রেণির মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের জিনগত ও অন্যান্য বৈশিষ্ট্যের যথেষ্ট মিল আছে। কাজেই গ্রামে ছড়াচ্ছে।’

 

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সদস্য ডা. আবু জামিল ফয়সাল বলেন, ‘আগে যেখানে করোনা রোগী শহরে ৭০-৮০ শতাংশ ছিল, এখন তা গ্রামে দেখা যাচ্ছে। গ্রামে সংক্রমণের হার ক্রমেই বেড়ে যাচ্ছে। তারা কোনোভাবেই করোনাকে গুরুত্ব দিচ্ছে না। জ্বর-কাশি দেখা দিলে করোনা টেস্ট করাচ্ছে না। অসচেতনতার অভাবে গ্রামে বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন