লক্ষ্মীপুরকে লকডাউন করতে চেয়ারম্যান টিপুরও দাবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু জানান, প্রধানমন্ত্রী উদার মনের মানুষ। তিনি দেশের প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করছেন। তিনি লক্ষ্মীপুরের মানুষকে লক্ষ্মী হয়ে থাকার জন্য দোয়া করছেন। উনার এই দোয়া কবুল হতে অবশ্যই, এই জেলা লকডাউন করা উচিত।

 

বাইরের কোন লোক যেন এই জেলায় প্রবেশ করতে না পারে প্রশাসনের কাছে এমন নির্দশনার দাবি জানান তিনি। তিনি আরও জানান, শুধু লকডাউন করলে হবে না। মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিতে একটা গ্রুপ গঠন করতে হবে। তারা ওই এলাকাকে পর্যবেক্ষন করবে।

 

লকডাউন এলাকার লোকজন যেন বিনা কারনে ঘর থেকে বের না হয় সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে। মধ্যবিত্ত পরিবারগুলো সরাসরি খাদ্য সামগ্রীর জন্য না আসলে গোপনে মোবাইল ফোনে জানালে তাদের ঘরেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

এরআগে এ দাবি জানান লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস। তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘সোজা পথ লকডাউন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১ টা ২৫ মিনিটে স্ট্যাটাসটি দিয়েছেন।

 

এছাড়াও সামাজিক যোগাযোগ মা্ধ্যমে এ দাবি তুলছেন জেলার সুশীল সমাজ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন