রায়পুর সরকারি কলেজে ৫১ ছাত্রছাত্রী পুরস্কার পেল

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজে বার্ষিক সাহিত্য সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে ১৭ টি ইভেন্টে ৫১ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশ, কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী ও রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দি রুবেল ভাট।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি, উপজেলা ছাত্র লীগের যুগ্ম-আহবায়ক কাউছার হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক শরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগীতা করে। খেলাধুলায় শিক্ষার্থীরা প্রাণ চাঞ্চল্য অর্জন করে। এতে তারা পড়ালেখায় অধিক মনোযোগী হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন