রায়পুরে ৭০ হাজার মিটার কারেন্ট জাল আটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুন, ২০১৯ ৯:১৩ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে শনিবার ভোর রাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে। অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার মেঘনা নদীর জালিয়ারচর এলাকায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকা থেকে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। এসময় অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় না। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ কামাল হোসেন বলেন, অবৈধ কারেন্ট জাল আটকে কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে। প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। অবৈধ কারেন্ট জাল আটকের সময় মাঝে মধ্যে সংঘবদ্ধ জেলেদের দ্বারা আক্রান্ত হন বলেও তিনি জানান। সরকারের কর্মসূচী বাস্তবায়নের জন্য কারেন্টজাল আটকের লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন