বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্মীপুরে বর্ণিল আয়োজন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ জুন, ২০১৯ ৯:০৮ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকালে জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের উদ্যোগে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা, ইফতার পার্টি ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে একটি বর্ণাঢ্য র‌্যালি চন্দ্রগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শামছুদ্দিন পাটোয়ারী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াছিন আরাফাত, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী মো. আশিকুল ইসলাম, স্থানীয় দৈনিক মুক্তবাঙালি পত্রিকার সম্পাদক কামালুর রহিম সমর, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ শাখার সদস্য সচিব বাবুল হোসেন,

থানা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, মান্দারী বাজার বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়া প্রমুখ। এ সময় চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।

পরে ইফতার, দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিজয় টিভি ও গণমাধ্যমকর্মীদের সাফল্য কামনা করা হয়। এরআগে কেক কেটে বিজয় টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন