রায়পুরে বিতর্ক অনুষ্ঠান ফাইনালে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০১৯ ৭:০১ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল পর্ব হয়েছে।
সোমবার দুপুরে রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্ণীতি দমন কমিশনের নির্দেশনা অনুযায়ী ‘সততা সংঘ’র উদ্যেগে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘দুর্ণীতি-ই উন্নয়নের প্রধান অন্তরায়’। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ৯ম শ্রেণির ছাত্রী সাবিকুর নাহার মীম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে  হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাংবাদিক মোঃ মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম সাইফুল হক।


বিশেষ অতিথি ছিলেন, হায়দরগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ মোঃ আঃ আজিজ মজুমদার, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মাঈনুদ্দিন বালেষ্টার প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন