রায়পুরে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক ফলজ গাছের চারা রোপণ করা হয়।

 

এরআগে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্ব আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্ব স্বাধীনতা বিরোধীরা সহ্য করতে পারেনি। তাঁকে হত্যা করে ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে খুনীরা। পালিয়ে থাকা তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন