রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ১০:০০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের মাধ্যমে তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আজ তাকে আদালতে হাজির করার পর মৃত্যু পরোয়ানা জারি করা হয়। যা পাঠানো হয়েছে কারা কর্তৃপক্ষের কাছে।

জাতির জনক কে সপরিবারে নির্মমভাবে খুনের অন্যতম কুশীলব বরখাস্ত হওয়া এই ক্যাপ্টেন আব্দুল মাজেদ। দুই যুগ পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

২০১০ সালের জানুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৫ খুনির ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ১১ জনের একজন আব্দুল মাজেদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মাজেদসহ ৬ খুনি পলাতক ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন