রামগতিতে ইলিশ পরিবহনের দায়ে ব্যবসায়ীর অর্থদন্ড

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১ ১২:১৮ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চলাকালে ইলিশ মাছ পরিবহন করার দায়ে মোঃ আনোয়ার নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. আবুল হাসনাত খান তাকে এ জরিমানার আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন।

 

এর আগে শনিবার সকাল ৯টার দিকে রামগতি উপজেলার টাংকির ঘাট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে ৩১ কেজি ইলিশ মাছসহ আটক করে পুলিশ।

দন্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ী মোঃ আনোয়ার (২২) রামগতি উপজেলার বড়খেরী এলাকার বাসিন্দা মৃত রুহুল আমিনের ছেলে। পরে, জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য: রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ ও মজুতের নিষিদ্ধ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন