রামগতিতে অস্ত্র-গুলিসহ দুই জলদস্যু আটক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৭:১২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর দুর্ধর্ষ দুই জলদস্যু অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। রামগতি ও সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী চরজুবলী বেড়িবাঁধ এলাকায় অস্ত্র বিক্রি করতে গেলে চরজব্বর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।

এরা হচ্ছেন-উপজেলার চরগজারিয়া এলাকার নুর ইসলাম মাঝির ছেলে শেখ ফরিদ প্রকাশ শেখা ডাকাত (৪০) এবং একই এলাকার আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী (৪২)। তাদের মধ্যে আইয়ুব নবী উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের প্রার্থী।

পুলিশ জানায়, গোপন সূত্রে অস্ত্র ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ রোববার রাত সাড়ে ১১টার দিকে চরজুবলী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। ওই সময় দুইটি এলজি ও চার রাউন্ড কার্তুজসহ শেখ ফরিদ ও আইয়ুব নবীকে হাতেনাতে আটক করা হয়।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন জানান, অস্ত্র আইনে মামলা দায়ের শেষে তাদের দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। জেলেদের মাছধরার ট্রলারে দস্যুতা ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে রামগতি ও হাতিয়াসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন