রামগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২০ ৬:৩৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে তালিকাভুক্তির আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিনের সভাপতিত্বে আবেদনকারী মুক্তিযোদ্ধা এবং আবেদনকারীদের সাক্ষী মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনদিন ব্যাপী ওই কার্যক্রমের উদ্বোধন হয়ে আজ সোমবার শেষ হয়।

যাচাই বাছাই কার্যক্রমের শুরুতে যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা স্বাগত বক্তব্যে আবেদনের অন্তর্ভুক্তির বিবরণ তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়াদি মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মানিক মাল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সুফি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু নাছের মন্টু, মকবুল আহম্মেদসহ অনেকে। সহযোগিতায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনোয়ার হোসেন।

উপজেলা সূত্রমতে, মুক্তিযোদ্ধার মূল তালিকা থেকে বাদ পড়া যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ তালিকায় অন্তর্ভুক্তি চেয়ে ২০১৬ সালে অনলাইনে আবেদন করেছিলেন, সে আবেদনের প্রেক্ষিতে রামগঞ্জে জামুকা পাঠানো সেই সকল মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম চলবে ১২, ১৩ ও ১৬ নভেম্বর ২০২০ পর্যন্ত।

যাচাই বাচাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন জানান, অনলাইনে অথবা সরাসরি আবেদন কারীদের আবেদন আমরা সাক্ষী প্রমাণের ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার সহিত সকল কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে তা জামুকাতে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন