রামগতিতে অবৈধ ৩ ইটভাটার জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে কাঠ পুড়িয়ে ইট তৈরি করায় লাইসেন্সবিহীন ৩টি অবৈধ ভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাগুলোর ১২টি ড্রাম চিমনি উপড়ে ফেলা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চররমিজ ইউনিয়নের হাওলাদার ব্রিকস আল্লাহর দান ব্রিকস ও আনোয়ারা ব্রিকসের লাইসেন্স নেই। তারা জ্বালানী কাঠ পুড়িয়ে ইট তৈরি করে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ইটভাটাগুলোর মালিকদের ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর ১২টি ড্রাম চিমনি উপড়ে ফেলে ভেঙে দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় পানি দিয়ে ভাটাগুলোর আগুন নিভিয়ে দেওয়া হয়।

ইউএনও এসএম শান্তুনু চৌধুরী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আমরা অবৈধ ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছি। অবৈধ ইটভাটাগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন