রামগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৭:২৭ অপরাহ্ণ

বাজেট অধিবেশনের সমাপনী দিনে (শনিবার) লিখিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ৪ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে সড়ক ও কালভার্ড উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে।

এর মধ্যে সর্দারবাড়ি-খায়েরহাট-মোল্লারহাট-রায়পুর সড়কের ২ দশমিক ৫ কিলোমিটার সড়কের মজবুতিকরণ, ওয়্যারিং কোর্স সংস্কার বাবদ ব্যয় হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকা।

 

লিখিত বক্তব্যে সেতুমন্ত্রী আরো জানান, মুদাফফরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ সড়কের ২৩ কিলোমিটারে পানিওয়ালা বাজারে ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে একটি ১৫ মিটার আরসিসি বক্স কালভার্ড নির্মাণকাজ শেষ হয়েছে।

 

এছাড়া পিএমপি মাইনর খাত হতে ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন