রামগঞ্জে সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধণা অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, সন্ধ্যার পর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। এ সময় তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবানসহ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পরে সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন ও পানিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোতালেব জুয়েজের যৌথ সঞ্চালনায় এসময় প্রধান বক্তা ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মনিরা খাতুন, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোনাজার রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ছালে আহম্মদ, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন (জাহাঙ্গীর), সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন, কাঞ্চলপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খান, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্যা জিসান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, মোস্তাফিজুর রহমান (ভূইয়া সুমন), পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মাল, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যবৃদ্ধ, সাংবাদিকসহ আরও অনেকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন