রামগঞ্জে ব্যাংক ডাকাতি মামলার আসামি ‘খুইশ্যা’ গ্রেপ্তার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২০ ৫:৪৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জনতা ব্যাংকে ডাকাতি মামলার আসামি খোরশেদ আলম ওরফে খুইশ্যাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। খোরশেদ উপজেলার কাজিরখীল গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি অস্ত্র ও আরো দুটি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কাজিরখীল এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

থানা পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ এপ্রিল রাতে রামগঞ্জ জনতা ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ব্যাংকের ভল্টে থাকা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুটে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় তখন মান্নান ও খোরশেদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে খোরশেদ ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার কাছ থেকে লুটে নেওয়া ব্যাংকের টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের দেড় বছর পর জামিন বের হয়ে খোরশেদ পলাতক ছিল। এ মামলায় চার্জশিটভুক্ত আরো সাতজন আসামি রয়েছে। খোরশেদ ছাড়াও আরো দুজন কারাগারে আছে। বাকিরা পলাতক। মামলাটি আদালতে বিচারাধীন।

রামগঞ্জ থানার এসআই মহসিন চৌধুরী বলেন, জামিনে বের হয়ে খোরশেদ দীর্ঘদিন পলাতক ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন