রামগঞ্জে প্রেমের বিয়ের তিনমাস পর লাশ হলেন লাকি, স্বামী কারাগারে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেম করে বিয়ের তিন মাস পর লাকি আক্তার (২৫) নামের এক নববধূকে জীবন দিতে হয়েছে। স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে স্বামী মো. সবুজ পালিয়েও রক্ষা হয়নি। পুলিশের জালে তিনি ধরা পড়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সবুজকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিহত লাকি রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার মৃত খোকন পাটওয়ারীর মেয়ে। ময়নাতদন্ত শেষে বিকেলে লাকির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অভিযুক্ত সবুজ পেশায় ট্রলি চালক। তিনি পৌরসভার পশ্চিম টামটা এলাকার দুলাল মিকারের ছেলে।

থানা পুলিশ জানায়, প্রেম করে তিন মাস আগে সবুজ লাকিকে বিয়ে করে। এরপর থেকে তারা পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মুমূর্ষূ অবস্থায় লাকিকে তার স্বামীসহ আরও দুইজন নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লাকিকে মৃত ঘোষণা করেন। এসময় সঙ্গে আসা স্বামীসহ অন্যরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরে অভিযান চালিয়ে রামগঞ্জ পৌরসভার রতনপুর এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে খবর পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রাণী প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী জানান, নিহতের গলায় দাগ ছিল। তার সুরুতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। অভিযুক্ত সবুজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন