রামগঞ্জে এগারশ উপকারভোগী পেল নতুন ভাতার বই

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১১ আগস্ট, ২০১৮ ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নতুন এক হাজার একশত উপকারভোগীর মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। শনিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের মিলনাতয়নে এসব বই বিতরণ করা হয়। সমাজসেবা কার্যালয় এ আয়োজন করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার রিজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এম এ মমিন পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার সরকারের আমলেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ সমাজের অবহেলিতরা ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা পাচ্ছে। দেশে সমান তালে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতায় বজায় রাখতে হলে জনগনকে আবারো নৌকা ভোট দিতে হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন