রামগঞ্জে আ.লীগের প্রার্থীরা নৌকা কূলে ভেড়াতে পারবেন তো?

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ৪:৪৪ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী চূড়ান্ত করেছে। নৌকা মার্কা নিয়ে ওই প্রার্থীরা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ করেন। প্রার্থীরা হলেন
১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নে মোঃ নাছির হোসেন খাঁন, ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নে মোঃ সোহেল পাটোয়ারী, ৩ নম্বর ভাদুর ইউনিয়নে মোঃ জাবেদ হোসেন, ৪ নম্বর ইছাপুর ইউনিয়নে শাহনাজ আক্তার, ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে কামাল হোসেন ভূঁইয়া, ৬ নম্বর লামচর ইউনিয়নে মাহেনারা পারভীন পান্না, ৭নম্বর দরবেশপুর ইউনিয়নে মিজানুর রহমান, ৮ নম্বর করপাড়া ইউনিয়নে মোঃ মজিবুল হক মজিব, ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নে মোঃ জামান পাটোয়ারী দুলাল, ১০ নম্বর ভাটরা ইউনিয়নে আবুল হোসেন মিঠু।

এরমধ্যে নোয়াগাঁও, ভাদুর, ভোলাকোট ইউনিয়নে নতুন প্রার্থী দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন ইউনিয়নে প্রার্থী হচ্ছেন। কয়েকটি ইউনিয়নে তুলনামূলক দুর্বল প্রার্থী দেওয়ায় অসন্তোষ রয়েছে। বুধবার ইছাপুর ইউনিয়নে সংবাদ সম্মলন করে প্রার্থী বদলের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, রামগঞ্জে নানা সংকট ও প্রতিটি ইউনিয়নে তুমুল গ্রুপিংয়ের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা নিয়ে কূলে ভিড়তে পারবেন তো?

মতামতের জন্য সম্পাদক দায়ী নন