রামগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০১৮ ৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচ হাজার গরীব ও অসহায়কে বিনামূল্যে চাল-ডালসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার খাঁনের ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরীয় নয়ন। ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল প্রমুখ। জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যে উপজেলার আরো ৯টি ইউনিয়ন ও ১টি পৗরসভায় ৫৫ হাজার গরীব ও অসহায়কে আনোয়ার খাঁন তার ব্যক্তিগত অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চাল, ডাল, চিনি ও দুধসহ খাদ্য সামগ্রী দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন