রমজান উপলক্ষে জাস্টিন ট্রুডোর শুভেচ্ছা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে টুইটারে প্রচারিত এক ভিডিও বার্তায় ট্টুডো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

করোনা মহামারির কারণে এই রমজানে মুসলিমরা একসঙ্গে হতে না পারলেও ইসলামের প্রধান মূল্যবোধ পালনে কোনো বাধা নেই বলে ভিডিও বার্তায় জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে। ট্রুডো বলেন, ‘ঘরে ও অনলাইনে নিজেদের কাজ করতে পারবে। আমি সবার প্রতি শান্তি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। রমজান মুবারক।

তিনি আরো বলেন, করোনার মহামারিকালে আমাদের দেশের অনেক মুসলিম রোজা রেখে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন