রবগুনা রাতের অন্ধকারে ঘরে ঘরে ত্রাণ নিয়ে সবুজ বাংলাদেশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২০ ১০:৫২ অপরাহ্ণ

জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ রবগুনা জেলা কমিটির আয়োজনে গৃহবন্দী গরিব অসহায় মানুষের মাঝে রাতের অন্ধকারে দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

বরগুনার শহরের বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী বিতরণ করেন সংগঠনটি। সবুজ বাংলাদেশ বরগুনা জেলা আহবায়ক রেদোয়ান আকন, সদস্য সচিব মোঃ সুজন, যুগ্ন-আহবায়ক ফেরদৌস এর নেতৃত্ব এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাতের অন্ধকারে গরিবদের ঘরে ঘরে গিয়ে দিনমজুরদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা। সম্প্রতি দেশব্যাপি করোনা আতঙ্গে সারাদেশের মধ্যে মানুষ গৃহবন্দী। সারা দেশে দিন মজুর, রিক্সাচালক, দরিদ্র অনেকেই দিনে আনে, দিনে খায় তাদের পাশে দাঁড়িছেন সবুজ বাংলাদেশ এর বিভিন্ন ইউনিট।

এটি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত। ধাপে ধাপে এই কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেছেন বরগুনা জেলার আহবায়ক রেদোয়ান আকন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন