যুক্তরাষ্ট্রে মিললো বাংলাদেশি দম্পতির লাশ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৬ অপরাহ্ণ

যুক্তরাজ্যের অ্যারিজোনা অঙ্গরাজ্যের লাভিন এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৪০ অ্যাভিনিউ এবং বেসলাইন রোডের কাছে এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-সৈয়েদা সোহালি আক্তার (৪৩) এবং তার স্বামী আবুল আহসান হাবিব (৫২)।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এবিসি১৫ জানায়, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে, স্ত্রী ফোন করে বিষয়টি পুলিশকে জানান। ফোন পেয়ে পুলিশ গিয়ে দেখে ওই নারীর স্বামী বাসা থেকে চলে গেছেন। তখন পুলিশ সদস্যরা সোহালি আক্তার ও তার ছেলের সঙ্গে কথা বলে ১০-১৫ মিনিট পর ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্বামী আহসান হাবিব বাসায় ফিরে আসেন। এরপর সোহালি আবার পুলিশকে ফোন দেন। ফোনে কথা বলার সময়ই গুলির শব্দ শোনা যায় বলে জানিয়েছে পুলিশ। পরে বাসায় গিয়ে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে একটি বন্দুকও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির সন্তান বাসা থেকে চলে যাওয়ার পর স্বামী আহসান হাবিব ফিরে আসেন। তারপর স্ত্রীর শরীরে গুলি চালিয়ে নিজেকে গুলি করেন।

ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন