যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে গভীর সমুদ্রে ইরানের টহল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে গভীর সমুদ্রে সামরিক উপস্থিতি জোরদার করেছে ইরান।দেশটির সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাহমুদ মুসাভি বলেছেন, দেশের স্বার্থরক্ষার জন্য গভীর সমুদ্রে নিজের উপস্থিতি বজায় রাখবে ইরানের নৌবাহিনী। খবর বার্তা সংস্থা ইরনার।

অ্যাডমিরাল মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখতেই গভীর সমুদ্রে ইরানের উপস্থিতি বজায় রাখতে হবে; তা না হলে অন্যরা ইরানের অনুপস্থিতির সুযোগ নেবে। তিনি আরও জানান, প্রয়োজনে আটলান্টিক মহাসাগরে আবারও নৌবহর পাঠাবে ইরান।

২০১৬ সালের নভেম্বরে ইরানের একটি নৌবহর আটলান্টিক মহাসাগরে টহল দিয়েছিল। গভীর সমুদ্রে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকারের নিরাপত্তার সাম্প্রতিক বছরগুলোতে সাগরে টহল জোরদার করেছে ইরানের নৌবাহিনী।

১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক দিকে দিয়ে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন