মোস্তাফিজ শেখ মেহেদীকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

শেষ ২ ওভারে এসে বাংলাদেশ দলের ২টি ভুল শঙ্কার মুখে ফেলেছিল মাহমুদউল্লাহদের। ১৯তম ওভারে মেহেদীর থ্রো থেককে রান আউটে কাঁটা পড়তে পারতেন ল্যাথাম। তবে উইকেট কিপার সোহান বল গ্লাভসে আসার আগেই স্ট্যাম্প হাতের খোঁচা দিয়েছেন।

৫৬ রানে বেঁচে যাওয়া ল্যাথাম শেষ ওভারে পেয়েছেন বোনাস বাউন্ডারি। শেষ ৬ বলে ২০ রানের টার্গেটের মুখে প্রথম ৪ বলে ৭ রানের বেশি যখন নিতে পারেনি নিউ জিল্যান্ড, তখন শেষ বল থ্রিলারের কথা ভাবেনি কেউ।

তবে ২ বলে ১৩ রানের টার্গেট যখন নিউ জিল্যান্ডের, তখন মোস্তাফিজের বীমারে ৫ রানের সঙ্গে একটি বোনাস ডেলিভারি কঠিন এক থ্রিলারের মুখোমুখি করেছিল বাংলাদেশ দলকে। শেষ ২ বলে ৮, শেষ বলে ৬ রানের মুখে নিউ জিল্যান্ড। তবে শেষ বলে ফ্লিক শটে ১ রানের বেশি নিতে পারেননি ল্যাথাম।

তবে এমন পরিস্থিতিতে ম্যাচ জিতে মোস্তাফিজকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ-‘আমার অবশ্য মোস্তাফিজের ওপর আস্থা ছিল এবং দলের জন্য পারফর্ম করেছে।আপনি ব্যাটিংয়ে থাকেন বা বোলিংয়ে থাকেন। ব্যাটিংয়ে থাকলে অনেক সময় ১২ বলে ২৪ রান তাড়া করা লাগতে পারে। অন্যদিকে অনেক সময় বোলারদের শেষ ১-২ ওভারে হয়ত অল্প কিছু রান আটকাতে হবে। যেটা আজ মুস্তাফিজ করেছে। খুব ভালোভাবে শেষ করেছে। এজন্য জিততে পেরেছি।টি-টোয়েন্টিতে এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। এমন ম্যাচ জিততে পেরে ভালো লাগছে। যেভাবেই হোক না কেন, জয়টাই মুখ্য। বিশেষ করে মোস্তাফিজ, সে স্নায়ুর চাপ ভালো সামাল দিয়েছে। ম্যাচটা ওদের খুব কাছে চলে গিয়েছিল ওই নো বলটার কারণে।  টি-টোয়েন্টিতে এমন চ্যালেঞ্জের মুখোমুখি প্রায়ই হতে হবে।’

এই ম্যাচে নতুন বলে দারুণ শুরু করেছেন অফ স্পিনার শেখ মেহেদী। করেছেন কিপ্টে বোলিং (৪-০-১২-২)। ২৪টি ডেলিভারির মধ্যে ১৭টি করেছেন ডট। এমন বোলিংয়ে শেখ মেহেদীর প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ- ‘মেহেদী ধারাবাহিকভাবেই দারুণ বোলিং করছিল। প্রতি ম্যাচেই ইনিংসের শুরু করছে সে। দলকে দ্রুতই ব্রেক থ্রু এনে দিচ্ছে। রান কম দিচ্ছে। আজ উইকেটও পেয়েছে।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন