মেসির মাথায় পেলের মুকুট

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

মেসির মুকুটে যুক্ত হল আরো একটি পালক। গত শনিবার বার্সেলোনার হয়ে সব মিলিয়ে ৬৪৩টি গোল করে পেলের রেকর্ড ছুঁয়েছেন মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে দুজনের। পেলের যেখানে লেগেছিল ১৯ মৌসুম, মেসি সেখানে এই কীর্তি গড়েছেন ১৭ মৌসুমেই।

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ন্যু ক্যাম্পে ২-২ ব্যবধানে শেষ হয়েছে বার্সেলোনা-ভ্যালেন্সিয়ার ম্যাচটি। ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে পেলের রেকর্ডে ভাগ বসান এই কিংবদন্তি খেলোয়াড়।

মেসিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে লিখেছেন, যখন কোনো কিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না। তোমাকে অভিনন্দন লিওনেল।

তিনি আরো যোগ করেন, ‘মেসি, তোমার ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন। কিন্তু সর্বোপরি বার্সেলোনায় তোমার চমৎকার ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই। আমাদের মতো একই ক্লাবকে এতদিন ধরে ভালোবাসার গল্প দুর্ভাগ্যবশত ফুটবলে ক্রমেই বিরল হবে। আমি তোমাকে অনেক অনেক শ্রদ্ধা করি।

ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। ২০০৫ সালে বার্সার হয়ে প্রথম গোলটি করার পর থেকেই বার্সার হয়ে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি খেলোয়াড়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন