মেট্রোরেলে চড়তে না পেরে হতাশ হয়ে ফিরলেন হাজারো মানুষ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬। যাত্রা শুরুর প্রথম দিনে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকেও মেট্রোরেলে চড়তে না পেরে হতাশ হয়ে ফিরলেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও সাড়ে ৮টার দিকে আগারগাঁও স্টেশন ছাড়ে প্রথম ট্রেন।

মেট্রোরেলে চড়ার জন্য খুব সকালে লাইনে দাঁড়ায় সাধারণ মানুষ। বেলা ১১টা ৪৫ মিনিটে সেই লাইন গিয়ে ঠেকে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে। হাজারো মানুষ লাইনে ছিলেন। কিন্তু প্রথম দিনে তাদের আর মেট্রোরেলে চড়ার সুযোগ হলো না। শেষে হতাশ হয়ে ফিরে গেলেন তারা।

সরেজমিনে দেখা যায়, এদিন সময় যত গড়াচ্ছিল লাইনে থাকা মানুষদের ট্রেনে চড়ার সুযোগ ততটাই ক্ষীণ হয়ে আসছিল। আর তাই সাড়ে ১১টার পর থেকে লাইনে হইহুল্লোড় শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল লাইন ভেঙে একদম গেটের কাছে চলে আসে। মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা বাধ্য হয়ে গেট বন্ধ করে দেন। এরপর আর গেট খুলতে দেখা যায়নি। কাউকে প্রবেশও করতে দেওয়া হয়নি।

মোহাম্মদপুর থেকে আসা হাসান আলী বলেন, আমি নিয়মিত ব্লগ করি। সকাল ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখন ১১টা ৫০ মিনিটেও আমার সামনে অন্তত ৫০ জন মানুষ আছে। আজ আর মনে হয় না উঠতে পারব। অনেকক্ষণ ধরে লাইন সামনে যায়নি।

মিরপুর থেকে আসা আমির হোসেন বলেন, দুই ঘণ্টার মতো লাইনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু ভেতরে ঢোকার আগেই গেট আটকে দিয়েছে। আজ আর যেতে পারলাম না। সময় করে শুধু মেট্রোরেলে ভ্রমণ করতেই এসেছিলাম, কিন্তু আজ আর উঠতে পারলাম না। আবার কবে সময় করে আসতে পারব আর মেট্রোরেলে উঠতে পারব, সেটা জানি না।

বৃহস্পতিবার দুপুর ১২টার পরও মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিচে শতাধিক মানুষের ভিড় ছিল। মেট্রোরেলে উঠতে না পেরে হতাশা প্রকাশ করেছেন তারা। এছাড়া উত্তরা স্টেশনে ছিল হাজারো মানুষের ভীড়। সেখানেও টিকিট না পেয়ে ফিরে গেছেন যাত্রীরা।

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ দুপুর ১২টায় গণমাধ্যমকে বলেন, আজকের মতো মেট্রোরেল বন্ধ হয়ে গেছে। সবাইকে আগামীকাল আসতে হবে। মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন