মুহম্মদ জাফর ইকবাল ‘শঙ্কামুক্ত’

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ মার্চ, ২০১৮ ৮:৩০ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের অবস্থা শঙ্কামুক্ত বলে স্বাস্থ্য অধিদফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জনপ্রিয় এই লেখক-অধ্যাপকের উপর হামলা চালায় এক যুবক। পেছন থেকে চালানো এ হামলায় জাফর ইকবালের মাথা জখম হয়। এরপর দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এহতেশামুল হক দুলাল জানান, ড. জাফর ইকবালের ক্ষত স্থান পরিষ্কার করা হয়েছে। জখম ততটা গভীর নয়।

জাফর ইকবাল এখন আশঙ্কামুক্ত নিশ্চিত করে দুলাল জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁর ক্ষত স্থানে সেলাই দেয়া হয়েছে।

অধ্যাপক জাফর ইকবালকে হামলার পরপরই হামলাকারী এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন