মুজিববর্ষে রায়পুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ জুন, ২০২০ ১০:০১ অপরাহ্ণ

রায়পুর সংবাদদাতা:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। “গাছ লাগাই, জীবন বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ২২০০ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২০জুন) সকালে উপজেলার আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় ও সোনাপুর দাখিল মাদ্রাসায় উপজেলা যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ গাছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক কৌশিক আহম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি, চরমোহনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম হাজারী, সোনাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জহির হোসেন পাটওয়ারী, শওকত ভূঁইয়া ও যুবলীগ নেতা রাশেদুল হায়দার রকি প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের কাছে রোপন ও বিতরণের জন্য গাছের চারা তুলে দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন