মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপায়তলী সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘুমধুমের জলপায়তলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হুসনে আরা (৫০) ও তাদের বাড়িতে কাজ করা এক রোহিঙ্গা। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ড জলপায়তলীর ইউপি সদস্য শফিকুল ইসলাম।

জলপাইতলী গ্রামটি মিয়ানমার অংশের ঢেঁকুবনিয়া বিজিপি সীমান্ত চৌকি লাগোয়া। রোববার (৪ ফেব্রুয়ারি) পার্শ্ববর্তী তুমব্রু রাইট ক্যাম্প দখলের পর এই চৌকিটি দখলে নিতে অগ্রসর হয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সেখানে সংঘর্ষ তীব্র হয়ে উঠেছে। বাংলাদেশের সীমান্ত সড়ক থেকে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের দৃশ্য দেখেছেন স্থানীয়রা।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন