মিসবাহ-ওয়াকারকে ধুয়ে দিলেন আমির

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২০ ১২:৪৭ অপরাহ্ণ

মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

তার এই আচমকা সিদ্ধান্তের পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কয়েকজন কর্মকর্তা দায়ী করেছেন তিনি।

আমিরের অভিযোগের তীর মূলত দুজনের দিকে। কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসকে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ আমির বলেন, ‘আমার ভাবমূর্তি ধ্বংস করতে এই দুই ব্যক্তি নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন।  যেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তারা স্লোপয়োজনের মতো অন্যদের কাছে আমার বদনাম করছেন। তারা বলে বেড়াচ্ছেন যে, আমি শুধু টাকার জন্য টেস্ট ক্রিকেট না খেলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগ্রহী।  বোর্ড আমার পেছনে অনেক লগ্নি করেছে বলেও গুজব রটাচ্ছেন তারা। আর এখন সেই আমিই পাকিস্তানের হয়ে খেলতে চাচ্ছি না।’

আমির আরও বলেন, ‘অবসরের সিদ্ধান্তটি আমার জন্য খুবই কঠিন।  কিন্তু আর কত চুপ করে থাকা যায়। একটা সময় আসে, যখন কেউ না কেউ আর চুপ থাকতে পারে না। আমি এ সিদ্ধান্ত নিয়ে শুধু সবাইকে এটিই জানাতে চেয়েছি যে, অন্তরালে আসলে কী ঘটছে?’

নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলে রাখা হয়নি আমিরকে। স্কোয়াডে ঠাঁই না পাওয়ার কোনো কারণ খুঁজে পাননি এ বাঁহাতি পেসার।

আমির অভিযোগ করেন, টেস্টকে বিদায় জানিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য নিজেকে বেশ ভালোভাবে তৈরি করেছিলেন। ভালো পারফরম্যান্স করে যাচ্ছিলেন। কিন্তু এর পরও বর্তমান টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ড সফরে তাকে উপেক্ষা করেছে।

আমির বলেন, ‘এটি অবশ্যই খুব কষ্টের যে, নিউজিল্যান্ড সফরে তারা আমাকে ৩৫ জনের দলেও রাখেনি। আমি তো পাকিস্তানের হয়ে খেলতে চাচ্ছিলাম; শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার দিকে মনোযোগ দিইনি।’

টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে আমির বলেন, ‘বিগত সময়ে আমার কোন পারফরম্যান্সটি খারাপ? আমি সম্প্রতি হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগে হ্যাটট্রিক করেছি। এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো বল করেছি। কাঁধে চোট নিয়েও গত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন হয়েছিলাম। আমি এখনও আইসিসির বোলিং র‌্যাংকিংয়ে সেরাদের তালিকায় অবস্থান করছি। এর চেয়ে বেশি আর কী করতে পারে একজন বোলার।’

মতামতের জন্য সম্পাদক দায়ী নন