মাস্ক না পরায় লক্ষ্মীপুরে পথচারীদের জরিমানা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে প্রশাসন। এ আইন অমান্য করায় লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সচেতনতা বাড়াতে পথচারীদের মাঝে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে ৫০০ মাস্ক বিতরণ করা হয়।

 

রোববার (১৪ মার্চ) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় ৫০ জন পথচারীকে ৫৪০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।৷

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম।

 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের উত্তর তেমুহনী এলাকায় মাস্ক না পড়ে রাস্তায় অবাধে চলাফেরা করায় ৫০ জনকে ৪৫০০ টাকা জরিমানা করা হয়।

 

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে। ঘর থেকে বের হলেই সবাইকে মাস্ক পড়তে হবে। এ আইন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন