মালিকের আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ আগস্ট, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ

বিজিএমইএ ও গার্মেন্ট মালিকের আশ্বাস পেয়ে আলিফ অ্যাপারেলসের শ্রমিকরা রাজধানীর শ্যামলীর সড়ক থেকে সরে গেছেন।

বুধবার দুপুর ১২টায় পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে তাদের একটি প্রতিনিধিদল। এ সময় তারা সড়ক অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেন।

এর আগে সকাল ১০টা থেকে বকেয়া বেতনের দাবিতে শ্যামলীর প্রধান সড়কের দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এর পর পুলিশি বাধার মুখে বেলা সাড়ে ১১টায় তারা শ্যামলী স্কয়ারের দিকে এসে আবারও সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ তুলে নেয়ার পর ওই সড়কে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে বলে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস জানিয়েছেন।

প্রসঙ্গত বেতন পরিশোধ না করে কোনো ধরনের নোটিশ ছাড়াই আলিফ অ্যাপারেলস গার্মেন্ট কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঈদের ছুটির পর আজ গার্মেন্ট খোলার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে এসে গেটে কারখানা বন্ধের নোটিশ ঝুলানো ও পুলিশ মোতায়েন দেখেন।

পরে এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন